জাহির,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর গুমন্ত অবস্থায় বাবা-মায়ের পাশ থেকে দেড় বছরের শিশু সন্তান চুরি হয়েছে।বাবা-মা গুমিয়ে ছিলেন গুম থেকে উঠে দেখেন শিশুসন্তানটি পাশে নেই এ সময় ঘরের দরজাটি খোলা দেখতে পান এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি ও নেই।
রোববার (৪ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের এলাহি বক্সের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কৌশলে ওই বাড়ির দম্পতি মামুন হোসেন ও কহিনূর আক্তারের ঘরে ঢুকে তাদের ছোট্ট শিশু মিনহাজকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে মোবাইল ফোন কল করে শিশুটিকে পিরেপেতে হলে ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণ কারীরা ।
এ ঘটনার পর সোমবার (৫ আগস্ট) সকালে ওই বাড়িতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড। এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু পাটোয়ারী ঘটনাস্হলে পরিদর্শনে যান।
প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে রাজমিস্ত্রি মামুন ও তার স্ত্রী কহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েনা, হঠাৎ রাত তিনটার দিকে ঘুম ভাঙলে দেখেন তাদের সন্তান মিনহাজ পাশে নেই, ঘরের দরজা খোলা। চতুর্দিকে খোঁজ-খবর নিয়েও মিনহাজের সন্ধান পাননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’