মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা আটদিন ছুটি ঘোষণা করেছে বন্দরে ব্যবসায়ী সংগঠনগুলো। রোববার (৪ আগষ্ট) মাসিক সভায় এ
মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা সাতদিন ছুটি ঘোষণা করেছে বন্দরে ব্যবসায়ী সংগঠনগুলো। রোববার (০৪ আগষ্ট) মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, আগামী ১২ আগস্ট মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১০ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এদিকে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, সরকারি ছুটির তিনদিন ব্যতীত প্রতিদিনই বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
অন্যদিকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের দিনেও হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান।