দেশের ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৯৫টির কার্যক্রম চলছে। এর মধ্যে ২৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, যেসব বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ, আইন লঙ্ঘন করে প্রোগ্রাম ও ক্যাম্পাস চালাচ্ছে সেগুলোতে শিক্ষার্থীরা যাতে ভর্তি না হন সেজন্য গণবিজ্ঞপ্তির চিন্তা করছি।
সংস্থাটির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, গণবিজ্ঞপ্তি ইউজিসির রুটিন কাজের একটি। ঈদের আগেই বিজ্ঞপ্তিটি জারি করব।
যে ২৫টি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি আসতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তবে এর মধ্যে ৯টি রয়েছে যাদের কার্যক্রম শুরুই হয়নি।
সেগুলো হচ্ছে:
১. ঢাকার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।
২. নারায়ণগঞ্জের রূপায়ন একেএম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়।
৩. জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস।
৪. রাজশাহীর আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৫. রাজশাহীর শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি।
৬. খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়।
৭. বরিশালের ট্রাস্ট ইউনিভার্সিটি।
৮. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি।
৯. ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি।