হাবিবুল ইসলাম হাবিব:: কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে রোহিঙ্গা অপরাধীদের আস্তানা খ্যাত শাল বাগান হতে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অন্যতম সহযোগী জমির ডাকাতকে আটক করেছে। জানা যায়, ৩০ জুলাই ভোরে র্যাব-১৫, সিপিসি-১,টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হ্নীলা নয়াপাড়া শালবাগান এলাকায় অভিযান চালিয়ে নয়াপাড়া ক্যাম্পের সি-বøকের শেড নং-৮২৫/৫ এর বাসিন্দা আব্দুল আমিনের পুত্র মোঃ জমির (৩০) ডাকাতকে ১টি ওয়ার শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও ৩হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদেও বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২২ ফেব্রুয়ারী কুখ্যাত ডাকাত সর্দার নুরুল আলম নিহতের পর ডাকাত জমির, জকির, সলিম এবং কামাল ডাকাতসহ শক্তিশালী বেশ কয়েকটি স্বশস্ত্র গ্রæপ মাদক ও অস্ত্র বাণিজ্য, অপহরণ এবং মুক্তিপণসহ নানা অপতৎপরতা চালিয়ে আসছে। যার কারণে সাধারণ রোহিঙ্গা এবং গ্রামীণ জনপদেও মানুষ চরম নিরাপত্তাহীন ও আতংকে দিন যাপন করে আসছে। র্যাবের এই অভিযানকে ভূক্তভোগীরা সাধুবাদ জানিয়েছেন।