মোঃ খোরশেদ আলম মুরাদনগর প্রতিনিধি)ঃ
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিমগীর হোসেন।
কুমিল্লার মুরাদনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে উপজেলার গুনজর ইসলামিয়া আলিম মাদ্রাসায় জনসচেতনতামূল এক আলোচনা সভার আয়োজন করা হয়।গুনজর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের সদস্য আবুল কালাম আজাদ,মো লিল মিয়া, মোঃ আলমগীর হোসেন,মহিলা সদস্য জামিলা আক্তার, শিমুল বেগম সহ আরও অন্যান্য সদস্য বৃন্দ।
গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মোঃ খোরশেদ আলমের উপস্হাপনায়, প্রধান অতিথি বক্তব্যে বলেন, ডেঙ্গু ভাইরাস জনিত জ্বর, যা এডিস মশার কামরে ছড়ায়। সাধারণ চিকিৎসাতে ডেঙ্গু জ্বর সেরে যায় কিন্তু বর্তমান সময়ে ডেঙ্গু জ্বর এক মহামারি আকার ধারন করেছে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। কেবলমাত্র সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তাই সবাই নিজ নিজ বাড়ীর আঙ্গীনায় ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে তাই সবসময় এগুলো পরিষ্কার রাখতে হবে।
আর বিশেষ করে বর্ষার সময় এই ডেঙ্গুর প্রকোপ বাড়ে তাই এ সময় অধিক সতর্ক থাকা প্রয়োজন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করতে হবে।তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ছাত্র-ছাত্রীরাও ডেঙ্গু সর্ম্পকে সচেতন হতে হবে আর এ ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিও লক্ষে নিজ নিজ বাড়িতে, মহল্লায়, গ্রামে প্রচার-প্রচারনা চালাতে হবে।
এ সময় আরও উপস্হিত ছিলেন গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার অপাধক্ষ্য আলহাজ্ব হযরত মাওলানা মনিরুল ইসলাম সিরাজী, সহকারী মওলভি আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান, মুনজুরুল ইসলাম,তাজুল ইসলাম,শিক্ষকদের মধ্যে উপস্হিত ছিলেন মোঃআবদুল হালিম খন্দকার, মোঃ সাইফুল ইসলাম, শওকত আলী,মোঃ দুলাল মিয়া,মোঃ জালাল উদ্দিন,মাওলানা ইউনুস,মাওলানা শাহআলম,ক্বারী ফরিদ উদ্দিন,মাওলানা আমির হোসেন,মোঃ রফিক ও মোঃ এনামুল সহ অএ প্রতিষ্ঠানের সকল ছাএছাএী বৃন্দ।