জাবি প্রতিনিধি :
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্লাটুন এ ডেঙ্গু সচেতন ও পরিষ্কার অভিযান।
সোমবার (২৯ জুলাই) সকাল বিশ্ববিদ্যালয় শহীদ মিনার পাদদেশ থেকে আলোচনা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা ও পরিষ্কার অভিযান শুরু হয়।
শহিদ মিনার থেকে শুরু হয়ে কলা ও মানবিকী অনুষদ আশেপাশ ও রেজিস্টার ভবন, বট তলা পরিষ্কার করা হয়। এতে বট তলার দোকানি দের শাস্থসম্মত খাবার পরিবেশন ও খাবার দেকে রাখার নির্দেশনা দেন।
বিএনসিসির সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক জনাব তাসলিন জাহান মৌ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, তিনি বলেন,আমরা নিজেরা সচেতন হই অন্যদের সচেতন করি, ক্যাম্পাসের আশেপাশে পরিষ্কার করি,ডাবের খোশা, প্লাস্টিকের বোতল, ওয়ান্টাইম গ্লাস ইত্যাদি তিন দিনের বেসি কোথাও না থাকে তা পরিষ্কার করে ফেলতে হবে।
বিএনসিসির ক্যাডেট ইনচার্জ জুনাইদ হাসান বলেন,”ঢাকা সহ সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারন করেছে। এর প্রেক্ষিতে আধাসামরিক বাহিনী ও সেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিএনসিসির ক্যাডেট হিসেবে সকলকে সচেতন করার লক্ষ্যে আমরা ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি।”
ডেঙ্গু সচেতনতায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিএনসিসির ভারপ্রাপ্ত শিক্ষক এসোসিয়েট প্রফেসর আ.স.ম. ফিরোজ-উল-হাসান ও বিএনসিসির সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক জনাব তাসলিন জাহান মৌ, এসিস্টেন্ট প্রফেসর জনাব মো. ফখরুল ইসলাম, ড. তারেক হোসেন সহ অন্যান্য শিক্ষক ও ক্যাডেট গন।
সাজিদ আযম
01906904307