মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-(প্রতিনিধি)
গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, সরকার আপনার পাশেই আছে, কাউকে সন্দেহ হলে থানায় যোগাযোগ করুন এই স্লোগানে- জনগণকে সচেতন করার লক্ষে কুমিল্লার-২ হোমনা – তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি’র নেতৃত্বে গুজব বন্ধে উপজেলায় লিফলেট বিতরণ, মাইকিং, উঠান বৈঠক, বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতা মূলক সেমিনার ও আলোচনা সভাসহ নানা রকম প্রচারণা চালানোর উদ্যোগ গ্রহণ করেছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও হোমনা থানা পুলিশ। সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে, এমন গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্হানে কয়েকজন নিরাপরাধ ব্যক্তি নিহত হয়। এ গুজব থেকে জনগণকে সচেতন করার জন্য এসব সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা-২ হোমনা – তিতাস আসনের সংসদ সদস্যের নির্দেশে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও থানা পুলিশ। গত বেশ কয়েকদিন ধরে উপজেলার সর্বত্র মাইকিং, পোষ্টার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করছে পুলিশ। কোনো ধরনের গুজবে কান না দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য সেমিনার ও আলোচনা সভা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার উপজেলার একাধিক স্থানে পথসভা,পোষ্টার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করেছে সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি’রসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হোমনা থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার (রীনা আমির), হোমনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হোমনা পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, সহকারি পুলিশ সুপার হোমনা – মেঘনা সার্কেল ফজলুল করিম ও হোমনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী প্রমুখ।