জাহির হোসাইন, রায়পুর উপজেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর :
গতকাল বুধবার ২৪/০৭/২০১৯ইং রায়পুর থানা প্রশাসনের পক্ষ থেকে ছেলেধরা গুজব রোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।গতকাল বুধবার থেকে গুজব রোধে রায়পুর থানা প্রশাসন পথসভা,মাইকিং,সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্কুলে সভা করে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
দেশের সর্বত্রই গুজব ছড়িয়ে পড়ছে পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন সব গুজবে দেশের বিভিন্নস্থানে গনহামলার শিকার হচ্ছে নিরীহ পুরুষ মহিলা এমনকি মানসিক প্রতিবন্ধীরা।এসব গুজব রোধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
রায়পুর থানার আওতাধীন সকল উনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামপুলিশদের গুজবে কান না দিতে জনসচেতনতা বৃদ্ধির জন্য বলা হয়েছে।আর পাশাপাশি মাইকিং করা হচ্ছে কোনোধরনের গুজবে যেন জনগণ কান না দেয়।কাউকে ছেলেধরা সন্দেহ হলে যেন সঙ্গে সঙ্গে থানা প্রশাসনে যোগাযোগ করে,ছেলেধরা সন্দেহে কাউকে যেন নির্যাতন করা না হয়।