সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলার দুর্গম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে মারা গেছেন একই পরিবারের ৬ জন। এই অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪ শিশু সন্তানসহ ৬ জনের।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল (৪০), তার স্ত্রী পলি আক্তার (৩৫), বড় ছেলে পলাশ (১২), ফরহাদ (১০), মেয়ে ফাতেমা ও ছোট ছেলে ওমর ফারুক।
জানা গেছে, সোমবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের ৩৪ ঘরের মধ্যে ৩ নম্বরে থাকা একটি ঘরে অগ্নিকাণ্ড ঘটে। যে ঘরটিতে আগুন ধরে মূলত সেই ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা দীর্ঘ ২ থেকে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা বসবাসকারী স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
এদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে জানানো যাবে কীভাবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে। এছাড়া সুষ্ঠু তদন্তে সিলেট থেকে সিআইডির ক্রাইম টিম যাচ্ছে।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৩ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি