দেশে ইতোমধ্যে শীতের মৌসুমি বায়ু প্রবেশ করায় এর প্রভাবে সারাদেশে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের উত্তর অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২৩ নভেম্বর) এক আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে শীত ও গরমের কোনো তারতম্য থাকবে না। তবে সমুদ্রে ঢেউ বাড়তে পারে। চলতি মাসের বাকি দিনগুলোতে সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে ডিসেম্বর থেকে ভারী শীত পড়তে পারে। মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি ছিল শ্রীমঙ্গলে। ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৪ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি