বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য কন্টেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। বিনোদনের স্মার্ট দুনিয়া হিসেবে প্রতিষ্ঠিত আইস্ক্রিন আগেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিল। বিপিএলের দল ফরচুন বরিশালকে পৃষ্ঠপোষকতার পর এবার আন্তর্জাতিক সিরিজে পাওয়ার্ড বাই হিসেবে থাকছে তিন ফরম্যাটের সিরিজটির সঙ্গে।
টাইটেল স্পন্সর হিসেবে আছে ওয়ালটন। আজ মঙ্গলবার (১৩ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে আসন্ন সিরিজ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের দিদারুল আলম খান, আইস্ক্রিনের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক (চিত্রনায়ক রিয়াজ), সহযোগী পৃষ্ঠপোষক রিমার্ক-এর পক্ষে জামাল উদ্দিন, সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষ থেকে সায়মা বেগম রিতু।
আগামীকাল বুধবার মিরপুরে টেস্ট দিয়ে শুরু হবে টাইগার ও আফগানদের মধ্যকার মাঠের লড়াই। টেস্ট খেলে আফগানিস্তান দল চলে যাবে ভারত সফরে। ঈদ-উল-আযহার পর ২ জুলাই ফিরবে বাংলাদেশে।
৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। পরে সিলেটে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হবে। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন