চিকিৎসা সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে পৌঁছাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি কমিনিউটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার জগদল ঢোলপুকুর ও মু. ইসমাইল কমিউনিটি ক্লিনিকের দুটির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন নূর নেওয়াজ আহমেদ ও ইউএনও রকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মাহফুজ আলম, সাবেক এমপি জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা জর্জ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট আব্দুল হালিম, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক সাকের উল্লাহ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল, স্যানেটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন, নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক।
প্রসঙ্গত: স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লোকায়ন পত্রিকার সম্পাদক বিশিষ্ঠ্য সমাজসেবক সাকের উল্লাহ মু.ইসমাইল কমিউনিটি ক্লিনিকে নামে ৮ শতাংশ জমি দান করেন। অপরদিকে জগদল ঢোলপুকুর কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন ৮শতাংশ জমি দান করেন।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৭ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি