অল্প সিদ্ধ করা ‘তেলাপিয়া মাছ খেয়ে’ যুক্তরাষ্ট্রের এক নারী ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছেন। এতে তার চারটি অঙ্গ কেটে ফেলতে হয়েছে।
মার্কিন ওই নারীর নাম লরা বারাজাস (৪০)। এক সন্তানের জননী লরার বাড়ি ক্যালিফোর্নিয়ার সান জোসে।
সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, একজন আমেরিকান মা তার চারটি অঙ্গ হারিয়ে ফেলেছেন। কম রান্না করা তেলাপিয়া মাছ খেয়ে তিনি ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বারাজাসের ব্ন্ধু আন্না মিসসিনা কেরোনকে বলেন, এটা যে কারো সঙ্গেই হতে পারত। এটা সত্যিই ভয়ানক ছিল। এ ঘটনা আমাদের অনেক কষ্ট দিয়েছে।
তিনি আরও বলেন, মাছটি খাওয়ার পর বারাজাস অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাকটেরিয়া সংক্রমণ এমন পর্যায়ে চলে যে তার বেঁচে থাকা হুমকির মধ্যে পড়ে।
মিসসিনা বলেন, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তার হাতের আঙুল কালো হয়ে যায়, পায়ের পাতা কালো হয়ে যায়, উপরের ঠোঁটেও একই রকম অবস্থা দেখা দেয়। এছাড়া কিডনি অকেজো হয়ে যায়।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম