ঠাকুরগাঁওয়ে চলমান বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, বর্তমান সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শনিবার (১১ মার্চ) জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।
বক্তারা বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, ডিজেলসহ নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বর্তমান সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়া ও আটককৃত নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি জানান। মানববন্ধনে জেলা, সদর উপজেলা, পৌর, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন উপজেলার নেতা, কর্মী ও সমর্থকগণ অংশ নেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান