বরগুনার তালতলীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক বরগুনার তালতলী উপজেলায় বসবাসরত রাখাইন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।
পাঁচ দিনব্যাপী এ কোর্সটি গত ৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত উপজেলার ক্রীড়া সংস্থা কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সুস্থ্য সবল দেহ চাই, নিয়মিত মাশরুম খাই এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ধরনের কাঠের গুড়া পদ্ধতি, ধানের পদ্ধতি, খড়ের পদ্ধতি এই তিনটি পদ্ধতি প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিঃ খেমংলা তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি- উল-কবির জমাদ্দার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা, আরো বিশেষ অতিথি বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক কাজী তোফাজ্জেল হক, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মিল্টন চন্দ্র বৈরাগী ও তালতলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মি: ধলুসে প্রমূখ।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে নারী-পুরুষ সহ মোট ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করেন মিসেস জিনিয়া আক্তার।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি