গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিলকচন্ডী আবাসনে বসবাসরত সুবিধাভোগীদের পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিলকচন্ডীর লাইফুর মোড় আবাসন প্রকল্প এলাকায় অপ্রাতিষ্ঠানিক এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান মহোদয়।
প্রশিক্ষণ কোর্স উদ্বোধনের সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয়হীন মানুষকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। বর্তমানে তারা সেখানে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। সুবিধাভোগীদের সংসার যেন ভালমত চলে সেলক্ষ্যে হাঁস-মুরগি পালন, শাক-সবজি চাষসহ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে তাদের জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে।
আর এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, এমপি প্রতিনিধি ও দৈনিক তিস্তা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মমিনুর ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সহকারী প্রকৌশলী মজিদুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গংগাচড়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লেবুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনসাধারণ।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে জেলা প্রশাসক মহোদয় গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন, সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়, গঙ্গাচড়া মডেল থানা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া ইউনিয়ন ভূমি অফিসসহ কয়েকটি সরকারি দপ্তর পরিদর্শন করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি