লক্ষ্মীপুরের রামগঞ্জের এক পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে দাদা ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন-দাদা সফি উল্যাহ (৬০) ও নাতি মো. ওমর (২)।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে মাদার বাড়ির পেছনে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের স্বজনরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ির পেছনে থাকা পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়। এ ঘটনায় ওই পারিবারে শোক নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, হাঁটার সময় অসাবধানতা বসত ঘরের পেছনে থাকা সেফটিক ট্যাংকে দাদা এবং নাতি পড়ে যায়। ওই ট্যাংকে পানি জমা ছিল। এতে ডুবে দুইজনের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, দাদা ও নাতি সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০১ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি