জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আরও একবার শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর তকমা পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আরও একবার শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর তকমা পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান।
মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়। সেখানে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী হিসাবে চঞ্চল ও জয়ার নাম রয়েছে।
চঞ্চল চৌধুরী সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘হাওয়া’ সিনেমাটির জন্য। সেখানে তিনি চাঁন মাঝির ভূমিকায় অভিনয় করেছেন।
চঞ্চল বলেন, ভালো কাজের জন্য পুরস্কার—এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি কাজ করলে কেউ স্বীকৃতি দেবে আবার কেউ দেবে না। তারপরও কাজ করে যেতে হবে। এর আগেও দুবার এ পুরস্কার পেয়েছি। তারপরেও বলব জাতীয় পুরস্কারপ্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার, আনন্দের কথা।
শুধু অভিনয় নয়, গান ও ছবি আঁকাতেও পারদর্শী চঞ্চল। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
অন্যদিকে জয়া সেরা অভিনেত্রী হয়েছেন ‘বিউটি সার্কাস’ সিনেমার বিউটি চরিত্রটির জন্য।
তবে এবারই প্রথম নয়, এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই দুই তারকা। তাও একাধিক বার। এর মধ্যে জয়ার হাতে এই পুরস্কার উঠেছে চারবার। এবার নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় পুরস্কার গ্রহণ করবেন অভিনেত্রী।
অন্যদিকে ‘মনপুরা’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার। একটি ‘মনপুরা’, অন্যটি ‘আয়নাবাজি’ সিনেমার জন্য। এবার নিয়ে চঞ্চলের জাতীয় পুরস্কারের সংখ্যা হবে তিনটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম