ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (RERMP-3) প্রকল্পের আওতায় ৮০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন
বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান, সোহেল রানা ও সারমিন আক্তার, ওসি জনাব জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আবুল হোসেন, জীতেন্দনাথ বর্ম্মন, আব্দুল বারী, মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৮০ জন নারী কর্মী প্রত্যেকে অতিথিদের কাছ থেকে ১ লক্ষ ১৯ হাজার ৭ শত ৭৭ টাকার চেক ও সনদপত্র গ্রহণ করেন।
এসব অর্থিক চেক ও সনদ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৩ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি