একেতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে মধ্যবিত্ত পরিবারগুলো। এর মাঝে আবার বেড়েছে চুরি। প্রতিদিন জেলার কোথাও না কোথাও ঘটে দুর্ধর্ষ চুরির ঘটনা। ২২ জানুয়ারি (সোমবার) বিকেল ৪ টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে এমনি এক দুর্ধর্ষ চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মুকুল আকন্দ (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দেবচন্ডী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামি মুকুল আকন্দ চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি, মাদকসহ ৬ টি মামলা রয়েছে।
গত ১৫ জানুয়ারি (সোমবার) মুকুল আকন্দের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি গরু ও একটি ছাগল চুরির অভিযোগে মামলা করেন বড়কান্দি এলাকার বজলুর রশিদ নামের এক ব্যক্তি।
র্যাব কর্মকর্তা আরো বলেন, বজলুর রশিদের অভিযোগের ভিত্তিতে আসামিকে ধরতে অভিযান চালান তারা। এসময় গোপন এক সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে মুকুল আকন্দকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে মুকুল আকন্দ। তার সাথে আরো দুই সহযোগী ছিল বলে জানিয়েছে মুকুল আকন্দ। তবে চুরি করা গরু নদি পারের সময় পানিতে পরে যায় এবং ছাগল শব্দ করায় তাকে মেরে ফেলতে হয়ে বলে স্বীকার করে আসামি।
র্যাব কর্মকর্তা বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে সারিয়াকান্দি থানায় পাঠানো হয়েছে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৪ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি