কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা তার দায়িত্ব পালনের মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুরাদনগরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে প্রতিটি মুহূর্তে দায়িত্বের সাথে কর্তব্য পালন করে সাধারণ মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠেন।
অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান থেকে শুরু করে সর্বক্ষেত্রে সাহসীকতার সাথে দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা করছেন।
জানা যায়, মিসকেস নিষ্পত্তি,রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান এবং নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়িদের জরিমানা এবং ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ আরও অনেক কাজ করে যাচ্ছেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৯ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি