খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে ৩৫ টি ভুমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ভাবে উদ্ধোধন কার্যক্রম শেষ হলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সকালে এসব হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সঞ্চলনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা (রাজস্ব) মুকুল কুমার মিত্র, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতেখার আহম্মেদ,সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫৪ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)