জি-২০ সম্মেলনে যোগদান শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট আজ রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টা ৪৫ মিনিটে হযরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, রোববার বেলা ১টার দিকে তিনি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এবারের জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ সেপ্টেম্বর দিল্লি গিয়েছিলেন। সেদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সন্ধ্যায় তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। সেখানে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এরমধ্যে রয়েছে কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময় এবং বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময় সহজীকরণ।
উল্লেখ্য, এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশসহ মোট ৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্যান্য দেশগুলো হচ্ছে- মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
*** আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৬ | বৃহস্পতিবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি