পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে, যেটি এই কর্মসূচির তত্ত্বাবধান করে। বুধবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর-রয়টার্স।
রয়টার্সের তথ্যানুযায়ী, এবার পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, উদ্বেগের বিস্তার ও সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।
এছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে ইসলামাবাদে অবস্থিত দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)। এ ছাড়া আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড। করাচির এই প্রতিষ্ঠানটি এনডিসির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ দিয়ে থাকে। তৃতীয় সংস্থাটি হলো অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল। এটির অবস্থানও করাচিতে। এই প্রতিষ্ঠানও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। তাছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া পড়া দেশটির আরেকটি প্রতিষ্ঠান হলো রকসাইড এন্টারপ্রাইজ। করাচির এই কোম্পানিও এনডিসিতে সরঞ্জাম দিয়ে থাকে।
এদিকে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েক ঘণ্টার প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। দেশটি এই এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি