দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে গতকাল সোমবার। এই আসনটিতে ৭ দলের প্রার্থীকে দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়।
সোমবার (১৮ই ডিসেম্বর) সকালে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।
নীলফামারী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার পেয়েছেন দলীয় নির্বাচনী প্রতীক- নৌকা।
তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (তৃণমূল বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী পেয়েছেন দলীয় প্রতীক- সোনালী আঁশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন দলীয় প্রতীক- নোঙর।
জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) তছলিম উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক- লাঙ্গল।
জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মখদুম আজম মাশরাফি তুতুল পেয়েছেন- বাইসাইকেল প্রতীক।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন- টেলিভিশন প্রতীক।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোঃ ইমরান কবির চৌধুরী জনি পেয়েছেন- ট্রাক প্রতীক।
উল্লেখ্য, সোমবার থেকে শুরু করে আগামী ৫ই জানুয়ারী পর্যন্ত চলবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা এবং আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি