রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির দিনেই এ নতুন নিষেধাজ্ঞা দেওয়া হলো। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া ও তার মিত্রদের বিভিন্ন ফার্ম, ব্যাংক, উৎপাদকসহ অন্তত ৯০টি কোম্পানির পাশাপাশি বেশ কিছু ব্যক্তি ও সংস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞার তালিকায় ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো এড়াতে রাশিয়াকে সহায়তা করেছে। তবে, এবার রাশিয়া যেন তৃতীয় পক্ষের মাধ্যমে নিষেধাজ্ঞাগুলো এড়াতে না পারে সেজন্য একটি টিম গঠন করার পরিকল্পনা করা হচ্ছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে, একইদিনে ইউক্রেনকে নতুন করে ২০০ কোটি ডলারের সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সহায়তার পুরোটাই অস্ত্র ও গোলাবারুদ।
এর আগে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়। সেখানে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে। রাশিয়াসহ ৭টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান