সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে রবিবার সকাল ১০.০০ ঘটিকায় BCF এর পক্ষ থেকে রাস্তার পাশে ৫০০ শতাধিক ফলজ বৃক্ষ রোপন করা হয়।
উক্ত প্রগ্রামে সভাপতিত্ব করেন- BCF এর চেয়ারম্যান- আরিফুল ইসলাম।বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন : মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু,(এম পি) ৪২ বগুড়া ৭, শাহজাহানপুর ও গাবতলী।
এ সময় উপস্থিত ছিলেন- জেরিন সুলতানা জলি, ন্যাশনাল টেনিস খেলোয়াড়। বগুড়া শাজাহানপুরের কৃতি সন্তান। আরো উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সামিউল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, সুমুন হাসান, রুবেল আহম্মেদ, আল-আমিন, করিম, আলিফ, হাছিফুল, মেহেদী, ইমরান, সামিউল ,জাকারিয়া, সিয়াম হোসেন, নাইম সহ প্রমুখ।
মাননীয় সংসদ সদস্য বলেন,সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। ফলশ্রুতিতে বিগত সময়ে এমডিজি এবং বর্তমানে এসডিজি-তে পরিবেশের ভারসাম্য বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
BCF এর চেয়ারম্যান বলেন,বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হ’ল অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণীজগৎ কার্বনডাই অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বনডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রাণীকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে।পরিবেশ ভারসাম্য করতে বৃক্ষ রোপনের বিকল্প নাই।পরিবেশকে সুন্দর, সতেজ,রাখার জন্য আমাদের এ আয়োজন।