ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ আনকাট সেন্সর পেয়েছে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটিকে মঙ্গলবার (৪ জুন) মৌখিকভাবে নো অবজেকশন জানানো হয়।
জানা গেছে, বুধবার (৫ জুন) অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে ‘তুফান’ সিনেমার পরিচালক-প্রযোজকদের কাছে।
বিষয়টি নিশ্চত করে সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত গনমাধ্যমে বলেন, তুফান সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ মূলত অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির প্রকাশিত টিজার ও পৌনে ৩ মিনিটের গান ‘লাগে উরাধুরা’ গানটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে দুই বাংলায়।
পরিচালক রায়হান রাফী গনমাধ্যমে বলেন, তুফান এমন একটা সিনেমা যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। বলা যায় তুফান আমার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।
উল্লেখ্য, ‘তুফান’সিনেমায় শাকিব ছাড়া আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি