মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। কদর্য সোমবার (২৭ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন আলী ওই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।
কমলগঞ্জ পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্তঃজেলা ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী জানান, আন্তঃজেলা ডাকাত সর্দার কালা বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী ডাকাত দলের সর্দার ইয়াছিন আলীকে উপজেলার রহিমপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মৌলভীবাজারে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান