বান্দরবানের রুমায় গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।
রবিবার ১৯ মে ভোরের দিকে রনিনপাড়া থেকে ৫-৬ কিলোমিটার দূরে দেবাছড়ি পাড়ার পাহাড়ে দু’পক্ষের গুলি বিনিময়েল ঘটনা ঘটে।
পরে সেনা সদস্যরা ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এ সময় অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেট উদ্ধার করে।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, গোলাগুলির বিষয়ে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। সেখানে রোয়াংছড়ি থানার পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত তথ্য জানানো যাবে।
রায়হান কাজেমী জানান, সেখানে ৩টি মরদেহ পড়ে আছে বলে আমরা জেনেছি। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহতরা কুকি-চিন ন্যাশনাল আর্মির সদস্য।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, রবিবার ভোরে তারা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র রায়হান কাজেমী জানান, উদ্ধারের পর মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হবে।
তবে বন্দুকযুদ্ধ বা ৩ জন নিহত হওয়ার বিষয়ে ‘কেএনএফ’ বা ‘কেএনএ’র পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম