ঢাকা প্রিমিয়ার লিগের আসন্ন আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। তবে জাতীয় দল ও আইপিএলের কারণে এবারো সাকিবকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ। এদিকে ইংল্যান্ড সিরিজের পর ১৮ মার্চ থেকে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই সিরিজের পরপরই ইংল্যান্ড সফরে যাবে ওয়ানডে দল।
সেখানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে ৩১ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিবের।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তবে জাতীয় দল ও আইপিএলের কমিটমেন্টের মধ্যেই মোহামেডানের হয়ে সব ম্যাচ খেলতে চান সাকিব।
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সাকিব বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করবো যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার।’