কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পেকুয়া টৈটং ৭ নম্বর ওয়ার্ডের ধনিয়াকাটার মৃত সৈয়দুল আলমের ছেলে অটোচালক মনিরুল মন্নান (২২), মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারী সমিতির হাট মধ্য মাদার্শার আলীশাহ ফকিরের বাড়ির মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আক্তার (২৯) ও তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুয়াশার মধ্যে পেকুয়া থেকে একটি নম্বরহীন অটোরিকশা যাত্রীবোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের টৈটংয়ের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথা বটগাছ তলা এলাকায় একটি দ্রুতগামী ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শিশু জাহেদুলও মারা যায়। অপর যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো দুজন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি