মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ মাত্র ২৪ রান যোগ করে ১০৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকাকে। জবাবে বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় প্রোটিয়ারা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়। জবাবে কাইল ভেরেইনের সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ২০২ রানে লিড পায় তারা। ২০২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকের আলি ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে লড়াই করে বাংলাদেশ। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা মিস করেন মিরাজ। জাকের ১১১ বলে ৫৮ ও মিরাজ ১৯১ বলে ৯৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার কাগিসো রাবাদা নেন ৬টি উইকেট। জয়ের জন্য প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১০৬ রানের।
দক্ষিণ আফ্রিকা সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ২৭ বলে ২০ রান করে তাইজুল ইসলামের হাতে আউট হন মার্করাম। ৫২ বলে ৪১ রান করা ডি জর্জিকে নিজের দ্বিতীয় শিকার বানান তাইজুল। দলীয় ৯৭ রানে প্রোটিয়া শিবিরে ফের আঘাত হানেন তাইজুল। ১৩ বলে ১২ রান করা ডেভিড বেডিংহ্যামকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার। এরপর রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্টাবস। রিকেলটন ৩ বলে ১ ও স্টাবস ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। এর ফলে ৭ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৩ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি