বিশ্বকাপ ফাইনালের ১৭দিন পর মেসি ফিরেছেন প্যারিসে। পিএসজির ডেরায় পা রাখার পর হাস্যোজ্জ্বল মেসিকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। জের ক্লাবে ফিরেও পেলেন সংবর্ধনা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে আসতেই তাকে স্বাগত জানাতে যারা দাঁড়িয়ে ছিলেন, তাদের সঙ্গে হাসিমুখে হাতও মেলালেন ‘এলএম টেন।’ মেসির আগমন নিয়ে পিএসজির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ৬ সেকেন্ডের ভিডিওতেই মূলত দেখা যায় এসব।
এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, মেসির মাঠে নামার সময় খেলোয়াড়রা সবাই দুই পাশে দাঁড়িয়ে গিয়ে তাঁকে গার্ড অব অনার দিচ্ছেন। মেসির হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারকও। মেসির আগমন উপলক্ষে এই দুটি ভিডিও ছাড়াও একাধিক ছবি পোস্ট করেছে তার ক্লাব পিএসজি।
✪ আরও পড়ুন: রোনালদোর আগে মেসিকে আনতে চেয়েছিল আল নাসের!
মেসিকে বরণের সময় হাস্যোজ্জল ছিলেন নেইমার। এসময় উপস্থিত ছিলেন দলের বাকি প্রায় সব তারকাও। তবে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কারণ মেসি ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার আগেই ছুটিতে গেছেন ফরাসি এ তারকা। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে।