টিজার, ট্রেলার প্রকাশের পর থেকেই দারুণ আলোচনায় রয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় নতুন লুকে দেখা দিয়েছেন রণবীর। রোমান্টিক হিরোর খোলস ছেড়ে তিনি এখন অ্যাকশন হিরো হওয়ার পথে। ক্যারিয়ারের প্রথম অ্যাকশন সিনেমাতে প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছেন শাহরুখ খানকে। এরইমধ্যে ‘জাওয়ানে’র রেকর্ড ভেঙেছে রণবীর কাপুরের এই নতুন ছবিটি।
বলিউডের সিনে বিশ্লেষকদের মতে, মুক্তির দিনই ‘অ্যানিমেল’ গোটা বিশ্বের বক্স অফিসে ১০০ কোটি হাঁকাতে পারে! অন্তত অগ্রীম বুকিংয়ের ঝড়, সেদিকেই ইঙ্গিত করছে। ‘অ্যানিমেল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তার ‘জাওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ৩৮টি হল বেশি নিয়ে কিং খানের সেই রেকর্ড ভেঙে দিচ্ছেন রণবীর।
যদিও আন্তর্জাতিক অঙ্গনে রণবীর-অনুরাগীর সংখ্যা কিং খানের মতো না। তবে ‘অ্যানিমেল’ -এর রোমহর্ষক, রোমাঞ্চকর অ্যাকশনের দৃশ্য নিয়ে এরইমধ্যে সর্বত্র হইচই পড়ে গেছে। এছাড়া অগ্রীম বুকিংয়ের নীরিখে সালমানের ‘টাইগার’ ধারে কাছে নেই রণবীরের ছবির।
প্রসঙ্গত, ২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর-রশ্মিকা ছাড়াও সিনেমায় আরও আছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকারা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে `অ্যানিম্যাল`। পাশাপাশি, ডিসেম্বরেই আসছে শাহরুখ খানের এই বছরের তিন নম্বর ছবি `ডাঙ্কি`ও। এবার দেখার বিষয় বক্স অফিসে ‘অ্যানিম্যাল’কে ‘ডাঙ্কি’ছাপিয়ে যায় কি না।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম