টানা ২৪ দিন পর পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বনানী ও মহাখালী টোলপ্লাজা আপাতত বন্ধই থাকছে।
আজ রোববার (১১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান।
ব্যবস্থাপক হাসিব বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় বেলা ৩টা থেকে টোল আদায় শুরু হয়েছে। আমাদের বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, কুড়িল, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আমরা আগের নিয়মে টোল আদায় করছি। তবে বনানী (চেয়ারম্যান বাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি সিদ্ধান্ত নিলে পরে আমরা সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারবো।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলপ্লাজায় আগুন দেওয়া হয়। শত শত লোকজন টোলপ্লাজায় হামলা চালায়। আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৪ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি