জাতীয় পরিচয়পত্র ছাড়াও (এনআইডি) বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সহকারী পরিচালক আসিফের দুদকের একটি টিম অভিযানে যায়।
দুদকের সহকারী পরিচালক আসিফ গণমাধ্যমে বলেন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করব আমরা। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।
এর আগে, সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুদক।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি