আন্তর্জাতিক টি-২০তে মাত্র ৭ রানে অলআউট হয়ে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড গড়েছে। নাইজেরিয়ার বিপক্ষে এমন বিব্রতকর বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট।
অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ম্যাচটি হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল আফ্রিকান কোয়ালিফায়ারে। শুরুতে নাইজেরিয়া ব্যট করে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই গুটিয়ে যায় আইভরি কোস্টের ইনিংস।
আইভরি কোস্ট ওপেনার ওত্তারা মোহাম্মদ প্রথম ব্যাটার হিসেবে আউটের আগে চার রান করেছেন। বিদায়কালে হয়তো জানতেন না, এটাই হয়ে থাকবে দলের সর্বোচ্চ স্কোর! তাদের ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি! শুধু মিমি অ্যালেক্স ও কিপার ব্যাটার মাইগা ইব্রাহিম সিঙ্গেল ডিজিটে রান করতে পেরেছেন। বাকি সাতজন সাজঘরে ফেরেন কোনো রান তোলার আগেই।
নাইজেরিয়ার হয়ে দুই রানে তিন উইকেট নেন আইস্যাক দানলাদি। কোনো রান দিয়ে তিন উইকেট শিকার করেন প্রসপার উসেনি।
নাইজেরিয়া ম্যাচটা জিতেছে ২৬৪ রানে বিশাল ব্যবধানে। এত বড় ব্যবধানে জিতলেও সেটা কিন্তু রেকর্ড হতে পারেনি। কারণ এর চেয়েও বড় ব্যবধানে গাম্বিয়াকে ২৯০ রানে হারানোর রেকর্ডটা জিম্বাবুয়ের। সেটা হয়েছে গত মাসেই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বনিম্ন রানের রেকর্ডটা ছিল ১০ রানের। ২০২৩ সালে সেই রেকর্ডটা গড়েছিল আইল অব ম্যান। তার পর গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে একই রেকর্ড গড়ে মঙ্গোলিয়া।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম