চীন থেকে আসা করোনা আক্রান্ত ৪ চীনা নাগরিকের মধ্যে একজন ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট ‘বিএফ-সেভেন’-এ সংক্রমিত বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক তাহমীনা শিরীন জানিয়েছেন, বাকিরা বাংলাদেশে ইতিমধ্যে সংক্রমিত ওমিক্রনের এক্সবিবি-ওয়ান’ ধরনে আক্রান্ত।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে, গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমন তথ্য জানান। মঙ্গলবার চীন থেকে আসা একটি ফ্লাইটের একশ’ পাঁচ যাত্রীর মধ্যে ৪ চীনা নাগরিকের এন্টিজেন টেস্টে করোনা শনাক্ত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
আইইডিসিআর তাদের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠায়। তাদের মহাখালীতে কোভিড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চীন থেকে আসা ওই ফ্লাইটের বাকী আরোহীরাও আইসোলেশনে রয়েছেন।