মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক মোহাম্মদ মিশু (৩৫)। মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে বউ আনবে। তাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান তিনি। আবার হেলিকপ্টারে চেপেই বউ নিয়ে বাড়ি ফিরেন তিনি।
গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামে এমন ঘটনা ঘটেছে।
মিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার জয়রা গ্রামের মৃত কাসেম আলীর পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে মোহাম্মদ মিশু (৩৫) চতুর্থ। ১৪ বছর ধরে গ্রিসে থাকেন। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন। এরপর পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়। কনের নাম তৃষ্ণা আক্তার। বাড়ি হবিগঞ্জ জেলায়। মঙ্গলবার দুপুরে মিশুর বাড়ির পাশে ফাঁকা মাঠে ভাড়া করা হেলিকপ্টার এসে নামে। এরপর হেলিকপ্টারে চড়ে বর কনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে আবার হেলিকপ্টারে বাড়িতে ফিরে আসেন বিকেল ৪টার দিকে। এ সময় হেলিকপ্টারে চড়ে আসা নবদম্পতিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।
মোহাম্মদ মিশু জানান, হবিগঞ্জ থেকে স্ত্রীকে আনতে তিন ঘণ্টার জন্য ২ লাখ ৮০ হাজার টাকায় ইমপ্রেসের হেলিকপ্টার ভাড়া করি। ছোট বেলা থেকেই মায়ের স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই এমন বিয়ের আয়োজন। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত। বাবা বেঁচে থাকলে তিনিও অনেক খুশি হতেন।
মিশুর মা জানান, আমার ছেলে আজ আমার ইচ্ছে পূরণ করছে। আমি খুবই আনন্দিত।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪৩ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি