জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আর জোট হিসেবেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন এলডিপি। এমন অবস্থায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটের সহযোগী দল কোমেইতো পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ২১৫টি আসন পেয়েছে। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে তাদের আসনসংখ্যা ছিল ২৭৯। তহবিলজনিত কেলেঙ্কারি ও জীবনযাপন ব্যয়জনিত সংকটকে কেন্দ্র করে ভোটারদের অনেকে তাদের প্রত্যাখ্যান করেছেন। দুই মন্ত্রী ও কোমেইতোর নেতা কিইচি ইশিতা নির্বাচনে তাদের আসন হারিয়েছেন।
নির্বাচনে প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপিজে) সবচেয়ে বেশি আসন পেয়েছে। তাদের আসনসংখ্যা বেড়ে ১৪৮ হয়েছে। আগে তাদের আসনসংখ্যা ৯৮ ছিল। তবে এরপরও সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে আছে তারা। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ২৩৩টি আসন প্রয়োজন।
সাংবিধানিক বিধি অনুযায়ী, সরকার গঠন করতে জোট গঠনের জন্য দলগুলো হাতে ৩০ দিন সময় পাবে। এক মাসেরও আগে প্রধানমন্ত্রী হওয়া ইশিবা কত দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকে গেছে। নির্বাচনে ছোট দলগুলোর অর্জনও উল্লেখযোগ্য। আলোচনায় তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রাজনৈতিক ঝুঁকি নিয়ে পরামর্শক প্রতিষ্ঠান জাপান ফোরসাইটের প্রতিষ্ঠাতা টোবিয়াস হ্যারিস বলেন, ‘প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ এলডিপি নেতা হিসেবে পদত্যাগ করুন বা না করুন, নতুন সরকারে তার প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। তবে তিনি তত্ত্বাবধায়ক হিসেবে থাকতে পারেন।’
নির্বাচনের আগে এলডিপির পরিকল্পনা করেছিল, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য পার্লামেন্টে অধিবেশন ডাকবে তারা। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডিপিজের নেতা ইয়োশিকো নোডা বলেছেন, বিদায়ীদের উৎখাত করার চেষ্টা করতে তিনি অন্য দলগুলোর সঙ্গে কাজ করবেন। যদিও বিশ্লেষকেরা বলছেন, সম্ভাবনাটি অনেক বেশি দূরবর্তী বিষয়।
উল্লেখ্য, গত মাসে এলডিপির প্রধান হিসেবে নির্বাচিত হন ইশিবা। সাত দশক ধরে তার দল জাপানের শাসনক্ষমতায় রয়েছে। তবে ১ অক্টোবর দলের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার পর ৬৭ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা জাপানের প্রধানমন্ত্রী হন। এরপর নতুন জাপানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আগাম নির্বাচনের ঘোষণা দেন। গতকাল ভোট গ্রহণ হয়।
সূত্র: রয়টার্স।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৬ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি