মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় ১৯ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ জুলাই) দিনব্যাপী উপজেলার হাকালুকি হাওরের কাঙ্গলি গোবরকুরি, চিকনামাটি অভয়াশ্রমে অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে।
এছাড়া পঁচা মাছ বিক্রির অপরাধে পৌরসভাস্থ দক্ষিণ বাজারে ৩ জন মাছ বিক্রেতাকে ৩ হাজার ৫ ‘শত টাকা জরিমানা করে ও পরে পঁচা মাছ বিনষ্ট করার জন্য মাটিচাপা দিয়ে দেয়া করা হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের কাঙ্গলি গোবরকুরি, চিকনামাটি অভয়াশ্রম এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। এ সময় অভয়াশ্রমে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জালসহ ১৯ জনকে আটক করে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যেমানের ১৪ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ। অভিযানে পরিচালনায় সহায়তা করে কুলাউড়া থানাপুলিশের একটি দল।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি