এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া যাবে না ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুলকে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, লোকেশ সুস্থ হলেও এখনো খেলার মতো অবস্থায় নেই।
ইনজুরি আক্রান্ত জানার পরও রাহুল এবং শ্রেয়াশ আইয়ারকে স্কোয়াডে রেখেছিল ভারতীয় নির্বাচক প্যানেল। আশা করা হচ্ছিল, মূল টুর্নামেন্ট শুরুর আগে হয়তো পুরোপুরি ফিট হয়ে যাবেন তারা। কিন্তু রাহুলকে পাচ্ছে না ভারত। এমনকি নেপালের বিপক্ষে ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
এর আগে রাহুল আইপিএল খেলার সময় চোট পেয়েছিলেন। তবে সেই চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটও করেছিলেন তিনি। কিন্তু পরে আবার চোট লাগে তার। সেই চোট সারিয়ে এখনই মাঠে ফিরতে পারছেন না রাহুল।
এ নিয়ে আজ মঙ্গলবার কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই, রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।’
এবার আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম