সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক বিধান বা আইন ও নির্দেশনা লঙ্ঘনে শাস্তি আজ রোববার (২ জুন) থেকে কার্যকর করা হচ্ছে। এটি বহাল থাকবে ২০ জুন পর্যন্ত। হজ পালনের অনুমতি ছাড়া পবিত্র নগরীতে কোন হজযাত্রীকে পাওয়া গেলে কর্তৃপক্ষ তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করবে। এর আওতায় রয়েছেন সৌদি নাগরিক, স্থানীয় বাসিন্দাও। খবর খালিজ টাইমস।
সৌদি কর্তৃপক্ষ আরও কঠোরভাবে উল্লেখ করেছে, কেউ অনুমতি ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে তাকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হবে এবং ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
নিষেধাজ্ঞাসমূহঃ মক্কা নগরী, কেন্দ্রীয় এলাকা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চেকপয়েন্ট, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী নিরাপত্তা চেকপয়েন্টের দেয়া অনুমতি ছাড়া হজ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লঙ্ঘন করার সময় ধরা পড়া বাসিন্দাদের তাদের নিজ দেশে নির্বাসিত করা হবে এবং আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য সৌদিতে পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। যদি কোনও ব্যক্তি যথাযথ অনুমতি ছাড়া হজযাত্রীদের পরিবহনে ধরা পড়ে, তবে তাকে শাস্তি ভোগ করার পরে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে এবং সুনির্দিষ্ট সময়ের জন্য তাকে আর সৌদি আরবে ঢুকতে দেয়া হবে না।
ভিজিট ভিসা দিয়ে হজ করা নিষিদ্ধঃ সৌদি কর্তৃপক্ষ খুব ভালোভাবে স্পষ্ট করেছে যে-যার ভিজিট ভিসা আছে, তাদের ধরন বা পদবি নির্বিশেষে হজ করার অনুমতি নেই। সমস্ত দর্শনার্থীদের ২ জুন থেকে ২১ জুনের মধ্যে মক্কায় ভ্রমণ বা অবস্থান এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে ভিজিট ভিসা সহ ২০ হাজারেরও বেশি দর্শনার্থী হজবিষয়ক বিধান বা আইন লঙ্ঘন করেছে, যার ফলে তাদের মক্কায় থাকা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে, সংযুক্ত আরব আমিরাতের অপারেটররা ইসলামিক অ্যাফেয়ার্স এবং এনডাউমেন্টের জেনারেল অথরিটির পূর্বানুমতি ছাড়া হজ বা ওমরাহর জন্য আবেদন বা অনুরোধ গ্রহণ করতে পারবে না।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে বলা হয়, পবিত্র হজবিষয়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব। বিশেষত অনুমতি ছাড়াই হজ পালন নিয়ে সতর্ক করে রিয়াদ সরকার। এই আইন অমান্যকারীর বিরুদ্ধে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা নির্ধারণ করা হয়। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ রাখতে বিশাল অঙ্কের এই জরিমানা নির্ধারণ করা হয়। এ নিয়ে দেশটির হজ ও পাসপোর্ট বিভাগ যৌথভাবে কাজ করবে।
উল্লেখ্য, এ বছর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য কোটা দেওয়া হয় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। কোটার বিপরীতে নিবন্ধন পড়েছে ৮৩ হাজার ২০৯ জনের। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৪১টি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি