ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফারুক হোসেন (২৫) নামে এক ট্রাক্টরের ড্রাইভার ইটভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় নিজের গাড়িতে নিজেই দুর্ঘটনায় শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন। শনিবার (৬ জুন)দুপুরে উপজেলার লাকসামপাড়া এলাকায় ইট নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন ওই ড্রাইভার।
ফারুক হোসেন উপজেলার কাদিহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায় ঘটনার দিন দুপুরে ট্রাক্টর ড্রাইভার ফারুক মহারাজা একতা ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় লাকসাম পাড়া এলাকায় পৌঁছালে একটি কাঁচা রাস্তায় ট্রাক্টরটির একটি চাকা ডেবে যায়। ড্রাইভার গাড়িটিকে গর্ত থেকে তোলার জন্য গিয়ারআপ করতে গেলে সামনের ইঞ্জিনটি উপরে উঠে যায়। এবং ড্রাইভার ফারুক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির ইঞ্জিনের অংশটুকু ছুটে ড্রাইভারের উপর গিয়ে পড়ে। এতে চালক ফারুক গুরুতর আহত হলে সাথে সাথে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২১ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)