বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠনের সভাপতি ডা.এম এ তাসরিফ আহমেদ ও সাধারণ সম্পাদক ডা. তাহমিনা আক্তার জয়া নির্বাচিত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত্রি ৬ টা হতে শুরু হওয়া ভোট চলতে থাকে ১২ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন ২৬ নভেম্বর রাত্রি ৯ টায়।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়,মোট ভোটারের ৯২% ভোট প্রদান করেছে ভোটাররা। নির্বাচনে ভোট ছিলো সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান ছাত্র প্রতিনিধি ও সাধারণ ছাত্র প্রতিনিধি পদে।
সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন,ডা.এম এ তাসরিফ আহমেদ।তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ডা. আম্মার আবদুল্লাহ ও ডা.এ কে খলিলুর রহমান।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. তাহমিনা আক্তার জয়া, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডা. মোঃ সাহারুল ইসলাম। প্রধান ছাত্র প্রতিনিধি প্রার্থী হয়েছেন আইয়ুব আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরহাদ হোসেন। সাধারণ ছাত্র প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম নয়ন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সজীব চক্রবর্তী ও রাশেদুজ্জামান।
এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশন ডা.শ্যামল কিশোর বর্মন।
আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০২ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি