নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপন এবং বিতরণ করা হয়েছে।
সবুজে সাজাই বাংলাদেশ শিরোনামে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উপলক্ষে সদর উপজেলার পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ জেলার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ, মোঃ শামসুল হক, মহিদুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ জেলা কমিটির সমন্বয়কারী মোঃ কায়েস উদ্দিনসহ পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাহাড়পুর গাঁজামহল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন স্কুল চত্বরে কয়েকটি গাছের চারা রোপন করেন।
এছাড়াও শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে প্রায় ১৫ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি