বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে ফাইমা খাতুন (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাইমা খাতুন ফুলতলা পশ্চিমপাড়া এলাকায় জালাল ড্রাইভারের মেয়ে।
স্থানীয়রা জানান, গত ছয় মাস পূর্বে ফাইমার সাথে নন্দীগ্রাম উপজেলার দারোগ্রামে রঞ্জু মিয়ার ছেলে ফাহাদের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফুলতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল তারা। পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরে তীরের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফাইমা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক কলোহের জেরেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৯ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি