বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে তৌহিদুল ইসলাম (২৫) নামের এক অটো রিক্সা চালক আত্মহত্যা করেছে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরোইল পূর্ব পাড়ার বেলাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (২৩জানুয়ারি) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এবং এর আগে সোমবার দিবাগত রাত ৯ টার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে তৌহিদুল।
জানা যায়, প্রতিদিনের ন্যায় অটো রিক্সা চালিয়ে বাড়িতে এসে গাড়ি চার্জে লাগিয়ে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় তৌহিদুল। তারপর রাত ৯ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। পরে অসুস্থতার খবর পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোর ৬ টার দিকে সে মারা যায়।
স্থানীয়রা জানান, তহিদুলের বাবা বাক প্রতিবন্ধী হওয়ায় তৌহিদুল অটো চালিয়ে সংসার চালাত। পারিবারিক কলহের কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানান অনেকে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২০ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি