বিভেদ ভুলে দীর্ঘ ৭ বছর পর আনুষ্ঠানিক বৈঠক করেছেন সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০১৬ সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসেন বৈরী দুই দেশের নেতারা। চীনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান একে অপরকে শুভেচ্ছা জানান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গত মাসেই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। বুধবারের বৈঠকে এসব ইস্যুতেই আলোচনা হয় দুই নেতার মধ্যে।
উল্লেখ্য, ২০১৬ সালে সৌদি সরকার দেশটির শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এরপরই হামলা হয় তেহরানে সৌদি দূতাবাসে। এর প্রতিক্রিয়ায় সৌদি সরকার ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন